ভারি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে “লিজেন্ডস অব দ্য ডিকেড” কনসার্ট। এই কনসার্টে গাইতে বুধবার রাতে ঢাকায় পৌঁছায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড “জাল”। কনসার্টে অংশ নেয়ার কথা ছিল ঢাকার তিন ব্যান্ড “অর্থহীন”, “ভাইকিংস” ও ‘“কনক্লুশন”-এরও।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ভারি বৃষ্টির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় হওয়ার কথা ছিল কনসার্টটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে শিল্পী, দর্শকসহ সবার নিরাপত্তার কথা ভেবেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।
শেষ মুহূর্তে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়ায় আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে।
/এটিএম