The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ভারতে পৌঁছাতে শুরু করেছে পদ্মার ইলিশ

 সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:



দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে পৌঁছাতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পদ্মার ইলিশের প্রথম গাড়িটি বেনাপোল বন্দর দিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে। পরে সেটি ভারতের পেট্রাপোলের আন্তর্জাতিক ট্রাক টার্মিনালে যায়।


প্রথম গাড়িতে ৪ টন ইলিশ এসেছে বলে দাবি করেছে আমদানিকারক সংস্থা। তবে আজ রাত পর্যন্ত ৬টি থেকে ৭টি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ পৌঁছাতে পারে বলেও জানিয়েছে তারা।


আগামীকাল শুক্রবার সকালে মধ্যে আমদানিকৃত ইলিশ পচিমবঙ্গের হাওড়াসহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে ওঠবে। আগামী রোববারের (২৯ সেপ্টেম্বর) মধ্যেই পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে আমদানিকারক সংস্থা।


আমদানিকৃত এসব ইলিশের ওজন ১ কিলোগ্রাম ও তার ঊর্ধ্বে রয়েছে। খুচরা বাজারে এই মাছের দাম আনুমানিক ২০০০ টাকা থেকে শুরু হতে পারে। আগামী অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানি চলবে।


প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে ভারতে ইলিশ রফতানি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সব আশঙ্কা কাটিয়ে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দেয়।


/আরএইচ

নবীনতর পূর্বতন