খুলনার বয়রা এলাকায় আয়কর বিভাগের নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কাজ করার সময় তারা ভবন থেকে পড়ে যান।
পড়ে যাওয়া নির্মাণশ্রমিক রাব্বি, মামুন ও আশরাফুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।