The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে ৮ মাজার ভাঙচুর, লুটপাট






নাঙ্গলকোটে সোমবার স্থানীয়ভাবে পরিচিত পীর গোলাম মহিন উদ্দিন ওরফে টিপুর আস্তানাসহ বিভিন্ন স্থানে আটটি মাজার ভাঙচুর করা হয়েছে। মাজার ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে হামলা এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।


জানা গেছে, সোমবার ভোরে টিপুর বাড়ির সামনের আব্দুর রহিম হিয়াজুড়ী, সৈয়দ আবুল কাশেম হিয়াজুড়ী, সৈয়দ নিজাম উদ্দিন হিয়াজুড়ী, ফকির আব্দুল জলিল হিয়াজুড়ির মাজার ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে একই গ্রামের সৈয়দ আব্দুল গনি হিয়াজুড়ির মাজারও ভাঙচুর করা হয়।


এছাড়াও হেসাখাল ইউপির তেতিপাড়া গ্রামের রৌশন শাহ নামক মাজার, মৌকরা ইউপির ফতেহপুর প্যাটেন শাহ নামক দুটি মাজারও ভাঙচুর করা হয়। গোলাম মহিন উদ্দিন টিপু বলেন, আমার বাবার মাজারসহ বাড়ির সামনে ৪টি মাজার ভাঙচুর করে। পরে বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে আমার মা-বোনকে জিম্মি করে রাখে পরিবারের দুই সদস্যকে মারধরও করা হয়। পরে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ ঘরে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ওসি ফজলুল হক বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নবীনতর পূর্বতন