The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

জালের স্থগিত হওয়া কনসার্ট আজ যমুনা ফিউচার পার্কে



পাকিস্তানের জনপ্রিয় ‘জাল’ ব্যান্ডের অংশগ্রহণে ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্ট আয়োজন নিয়ে এসেছে নতুন সিদ্ধান্ত। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বহুল আকাঙ্খিত এ কনসার্ট অনুষ্ঠিত হবে।


এর আগে, গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।


এর আগে দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে গান গাইতে বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। এই কনসার্টের মাধ্যমে জালের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি ও বাংলাদেশের ব্যান্ড ভাইকিংসের ২৭ বছর পূর্তি উদযাপন করার কথা জানানো হয়। এই কনসার্টে ঢাকার তিন ব্যান্ড  অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনও থাকার কথা রয়েছে।


/এমএইচ

নবীনতর পূর্বতন