বিশেষ প্রতিবেদক
কারিগরি সেক্টর পরিচালনায় শুধু কারিগরি শিক্ষাপ্রাপ্ত জনবল নিয়োগ, বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের অপসারণ, পূর্ণ মেয়াদী সিমেস্টারে পাঠদানসহ ৬ দফা দাবিতে সারা বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
সারা বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে সকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা।
৬ দফা দাবিঃ
ময়মনসিংহ, রাজশাহী, শেরপুর, পাবনাসহ সারাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভঃ
আন্দোলনে অংশ নেয়া ময়মনসিংহ পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক, আমাদের বঞ্চনার দিন শেষ হোক।
জানা গেছে, পলিটেকনিকের বেশিরভাগ শিক্ষকও আন্দোলনকারীদের পক্ষে।