The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

ভাং মেশানো শরবত খেয়ে হাসপাতালে বিদেশি ইউটিউবার


ভারতে রাস্তার পাশের দোকান থেকে ভাং মেশানো শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ব্রিটেনের এক জনপ্রিয় ইউটিউবার। স্যাম পেপার নামের ওই ইউটিউবারকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে থেকে ফিরে একটি ভিডিও বার্তায় শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।



ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভিডিও পোস্ট করে স্যাম জানান, ইন্ডিয়ান স্ট্রিট লাচ্ছি পান করার কারণে তাঁর ভয়াবহ পেটের অসুখ দেখা দেয়। ইন্ডিয়ান স্ট্রিট লাচ্ছি মূলত নেশাজাতীয় ভাং মেশানো শরবত।


স্যাম বলেন, ‘আমি ভারতে রাস্তার ধারের ভাং লাচ্ছি পান করার পর অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে ভর্তি হতে হয় আমাকে। ওই ভাং অস্বাস্থ্যকর ছিল। আমার পেট খারাপ ও ভয়াবহ রকমের বমি হয়।’ ওই ভিডিওতে স্যামকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে।

স্যাম ওই ভিডিওতে দাবি করেন, ভারতীয়রা বিদেশিদের দিকে ‘ভূত’ দেখার মতো করে তাকিয়ে থাকেন। তিনি যখন হোটেলে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও অনেকে তাঁর সঙ্গে সেলফি তুলতে যাচ্ছিলেন। ভিডিওর শেষে স্যাম জানিয়েছেন, ভারতে প্রাথমিক চিকিৎসা করালেও উপযুক্ত চিকিৎসার জন্য ব্যাংককে চলে যান তিনি।



ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকে সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নবীনতর পূর্বতন