৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল হতে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও অটোরিকশা বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মহানগরীর সড়কগুলোতে যানজট নিরসনের উদ্দেশ্যে ৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।
ঘোষণা অনুযায়ী, আজ সকাল হতেই নিষেধাজ্ঞা কার্যযকর হয়৷ নগরীর বিভিন্ন জায়গায় ট্রাফিক কড়া অবস্থানে রয়েছে৷ তবুও আগ্রাবাদ, টাইগারপাস দেওয়ানহাট ও চৌমুহনীসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে স্বল্প পরিসরে অটোরিকশা চলমান রয়েছে৷
শহরবাসীদের দাবি, :এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেয়া হলেও তার সুফল মেলেনি।' তবে যদি এবারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় তাহলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরবে বলে আশাবাদী তারা। এতে, কমবে দুর্ঘটনাও।