একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। সোমবার (২ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় আয়োজিত এক সম্মেলনে একসঙ্গে দেখা যায় এ দুই নেতাকে। খবর এএফপির।
পিটসবার্গে ঐতিহ্যবাহী শ্রমিক দিবসের কুচকাওয়াজে যোগ দেন তারা। পরে শ্রমিকদের উদ্দেশে ভাষণ দেন বাইডেন-কমলা। প্রায় ৬শ’ সমর্থকের উদ্দেশে দেয়া সে ভাষণে কমলার উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন।
বাইডেনকেও প্রশংসায় ভাসান কমলা হ্যারিস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রমিক সংঘবান্ধব প্রেসিডেন্ট জো বাইডেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম একসঙ্গে প্রচারণায় নামলেন এই দুই ডেমোক্র্যাট নেতা।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যটিকে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকা বলে বিবেচনা করা হচ্ছে।