The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

বিশ্বসেরা গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুজ্জামান খাঁন

বিশেষ প্রতিবেদক


বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুরুজ্জামান খাঁন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশক সংস্থা 'এলসেভিয়ার' এর সমন্বিত জরিপে সোমবার (১৬ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়। 


গুগল স্কলার এবং বিভিন্ন অনলাইন গবেষণা নিবন্ধের প্লাটফর্মের তথ্যমতে, ড. নুরুজ্জামান খাঁনের প্রায় ২৪ হাজার সাইটেশন এবং ৫০ টি আর্টিকেল রয়েছে। তাঁর প্রকাশিত কিছু বই এবং কলা্মের মাধ্যমে তিনি বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় দিক সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যা বিজ্ঞান এবং মানব সম্পদ উন্নয়নে অনার্স এবং মাস্টার্সের পর  নুরুজ্জামান খাঁন 'Clinical Epidemiology and Medical Statistics' বিষয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, অস্ট্রেলিয়ান একাডেমি অব সায়েন্সেসসহ জনসংখ্যা বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ফেলো এবং গবেষক। 

নবীনতর পূর্বতন