The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি: ফারুক


সাকিব কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন? নাকি কানপুর টেস্টই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ? এ মুহূর্তে তা কোটি টাকার প্রশ্ন।


সাকিব তো বলেই দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ খেলেই অবসরে চলে যাবেন। তাহলে এ প্রশ্ন উঠছে কেন? প্রশ্ন উঠলো এ কারণে যে, সাকিবের দেশে ফেরা ও খেলা নির্ভর করছে তার পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার ওপর।



যদি দেশে খেলা নিরাপদ মনে করেন সাকিব এবং সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলেই তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশে ফেরত আসবেন।


এই যখন অবস্থা, ঠিক তখন অর্থ্যাৎ আজ রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিষ্কার জানিয়ে দিলেন, তার তথা বিসিবির পক্ষে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। নিরাপত্তার বিষয়টা সরকারের হাতে। বিসিবির হাতে নয়।


সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবি প্রধান ফারুক আহমেদেরে ব্যাখ্যা, ‘এটা আমাদের বা বিসিবির হাতে না। নিরাপত্তা ইস্যুতে তার (সাকিবের) নিজের ডিসিশন নিতে হবে। বোর্ড থেকে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। ব্যাক্তিগত একজনকে নিরাপত্তা নেয়ার এবিলিটি নাই আমাদের।’


নিরাপত্তা পেলে ঢাকায় শেষ টেস্ট খেলবে সাকিব, সে কথা প্রসঙ্গে ফারুক জানান, ‘আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র‌্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। এ মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না আসলে।’



ফারুক যোগ করেন, ‘সাকিব ওর জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবদিক থেকেই। তাই আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার ছিল না। সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মত আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। ওকে নিরাপত্তা দেয়ার বিষয়টা উচ্চ পর্যায় থেকে আসতে হবে।’


এআরবি/আইএইচএস


নবীনতর পূর্বতন