The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

চবির আজাদী মঞ্চে ভিন্নধর্মী আয়োজন

 

ছবিঃ সংগৃহীত

শহীদদের স্মরণ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 'আজাদী মঞ্চের' দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা।


গতকাল (০৪ সেপ্টেম্বর) বুধবার বিকেল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে এ অনুষ্ঠান। ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও লক্ষ্য করা গিয়েছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়৷ অনুরণন সঙ্গীত একাডেমি, কর্ণফুলি থিয়েটার ও চট্টলা গানের দলসহ আজাদী মঞ্চের শিল্পীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ 


এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আউয়াল ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন। আয়োজকরা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এ সকল কিছুই আমাদের সমাজের প্রাণ। এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই আজাদী মঞ্চের এই কাওয়ালি সন্ধ্যা।


নবীনতর পূর্বতন