The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।   তিনি বলেন, “শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।”

ছবি: সংগৃহীত। 

সশস্ত্র বাহিনীর ইতিহাসে মর্মান্তিক সেই সেই ঘটনা নিয়ে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি তার আগে বিডিআর প্রধানেরও দায়িত্বে ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের ইতিহাসে একটি নির্লজ্জতম হত্যাকান্ডের ঘটনা এটি যা বিশ্ব জুড়ে আলোড়ন তৈরী করে। 

সূত্র: bdNews24

নবীনতর পূর্বতন