The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সবাইকে হতবাক করে পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর




জামিন পাওয়ার দুইদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


আজ রবিবার এক ঘোষণায় কেজরিওয়াল বলেন, দুই দিন পর আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করবো।


জনগণ ভোটে নির্বাচিত না করার আগে আমি আর এই চেয়ারে বসবো না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, রবিবার বিকালে পার্টির বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কেজরিওয়াল বলেন, কয়েক মাসের মধ্যে দিল্লিতে নির্বাচন। আমি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি জনগণের দ্বারে দ্বারে যাবো। তারা রায় দিলেই আমি আবার মুখ্যমন্ত্রী হবো।


কেজরিওয়াল আরও বলেন,‘আমি জনগণকেই জিজ্ঞাসা করতে চাই। কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দেবেন।



দুইদিন আগেই দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়াপান কেজরিওয়াল। এমন সময় তার পদত্যাগের সিদ্ধান্তে হতবাক সবাই।


যাযাদি/ এস

নবীনতর পূর্বতন