শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা |
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় আধা ঘণ্টা অবরোধ করা হয়েছে। এরপর আগামী তিনদিন পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা দিয়ে তারা অবরোধ ছেড়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে
শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন। পরে সাড়ে ১২ টার দিকে তারা সরে যান।
বিক্ষুব্ধ জুম্ম জনতা ও পাহাড়ি ছাত্র পরিষদের শুভাশীষ চাকমা বলেন,
হামলার প্রতিবাদে আগামী তিন দিন মোট ৭২ ঘণ্টা পার্বত্য তিন জেলায় অবরোধ দেওয়া হয়েছে।
অন্যান্য কর্মসূচি দেওয়া হলে সেটিও আমরা জানিয়ে দেব।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ
করেন। এ সময় তারা ‘পাহাড়িদের বাড়ি-ঘর, দোকান-পাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের
দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি জানান।
দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। পরে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করেন।
সূত্রঃসমকাল