বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তিপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ১৪ জন শনিবার রাতে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজন ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন অবতরণ করেন।
শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম সমকালকে বলেছেন, ইকে ৫৮৬ ফ্লাইটে ১৪ জন ফিরেছেন। দুইজন ঢাকায় ফেরার তথ্য পেয়েছি।
তবে বিমানবন্দরের উপসহকারী ব্যবস্থাপক আবদুল হান্নান জানিয়েছেন, প্রথম ফ্লাইটে সিলেটের সোহায়েল আহমেদ নামের এক যাত্রী ঢাকায় ফিরেছেন। পরে ফিরেছেন জাহিদ নামের আরেক যাত্রী।
১৪ জনকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকে। সেখানে ফিরে আসাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শেখ হাসিনা শাসনমালে ১৮ জুলাই থেকে চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে দুবাই, শারজাহ, আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভ করেছিলেন হাজার বাংলাদেশি। রাজতন্ত্রের দেশটিতে সভা-সমাবেশ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করায় পরের দিন বিক্ষোভ থেকে আটক তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন স্থানীয় আদালত।