The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ম্যাজিস্ট্রেট আসার খবরে বউ রেখে পালালেন বর

বিয়ে বাড়িতে বর ও বরযাত্রীদের খানা খাওয়ায় ব্যস্ত কনে বাড়ির লোকজন। তবে কনে (১৪) অপ্রাপ্ত বয়স্ক। সেসময় আকস্মিকভাবে উপস্থিত হন ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ি।

 

গাড়ির উপস্থিতি টের পেয়ে খাবার ফেলে দ্রুত পালিয়ে যান বর ও অন্যান্যরা। তবে বরের দুলাভাইকে আটকের পর পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আসরটি পণ্ড করে নেয়া হয় মুচলেকা।

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আদালত পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করে পুলিশ।

 

জরিমানা গোনা বরের দুলাভাইয়ের নাম ওবাইদুল ইসলাম। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আদালতের ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিপ্লবের (২১) সঙ্গে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর কথিত বাল্যবিয়ে হয়। যা দেশের আইনে অবৈধ।

 

আরো জানা গেছে, শুক্রবার বরযাত্রী নিয়ে বরপক্ষ কথিত বিয়ের কনে নিতে এসেছিলেন। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান টের পেয়ে বর ও অন্যান্য দ্রুত পালিয়ে যান। পরে বিয়ের আসর পণ্ড করে এমন অবৈধ কাজে সহযোগিতার করার অপরাধে বরের দুলাভাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাল্যবিয়ে দেবে না- এই মর্মে মুচলেকা নেয়া হয়।

 

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনুষ্ঠান করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল।খবর পেয়ে ঐ বাল্যবিয়ে বন্ধ ও বিয়ের আসর পণ্ড করা হয়েছে। অবৈধভাবে কাজে সহযোগিতার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়েছে।


সূত্রঃবরিশাল টাইমস


নবীনতর পূর্বতন