শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করে সড়ক থেকে উঠে যান তারা।
এর আগে, শুক্রবার বিকেলে ধর্মীয় উপাসনালয়, ঘর-বাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চ। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের দাবি জানান। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, মন্ত্রণালয় গঠন, দুর্গাপূজার ছুটি পাঁচদিন করা।
/আরএইচ