ছবিঃইন্টারনেট |
নাহিদের তোপে কাঁপছে পাকিস্তান। টানা তিন ওভারেই উইকেট নিলেন নাহিদ রানা। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরালেন তিনি। ২১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৮১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আলি আঘা। ১৩ বলে ৯ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।
নাহিদ রানাকে সামলাতে পারলেন না বাবর আজমও। শান মাসুদের পর তিনি
ফিরিয়ে দিলেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। স্লিপে সাদমানের ক্যাচ হয়ে
ফেরার আগে ১ চারে ১৮ বলে ১১ রান করেন বাবর। পাকিস্তান হারাল পঞ্চম উইকেট। ক্রিজে দুই
নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে
৭৯ রান। তাদের লিড এখন ৯১ রান।
এর আগে দিনের শুরুতে উইকেট তুলে নেন তাসকিন। তার বলে মিড অফে
শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২০
রান। সাইম আইয়ুবের বিদায়ের পর বাবর আজমের সঙ্গে জুটি বাঁধেন শান মাসুদ। তবে এই জুটিকে
বেশিদূর এগোতে দেননি নাহিদ রানা। চতুর্থ দিনে বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারেই তিনি
তুলে নিলেন উইকেট। নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান
শান মাসুদ।
এর আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের বিনা উইকেটে ১০ রান নিয়ে
তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই খেই হারিয়ে ফেললো টাইগার ব্যাটাররা।
পাকিস্তানের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটং লাইন-আপ। যার ফলে
মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরেই জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে
তুলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। এই দুই ব্যাটারের ১০০ রানের জুটিতে ভর করে ফলো-অন
এড়ায় বাংলাদেশ। এই জুটিতে ভর করে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল টাইগাররা। তবে ১৬৫
রানেই থামতে হয় এই জুটিকে। দলীয় ১৯১ রানে মিরাজের বিদায়ে ভেঙে যায় এই জুটি। মিরাজ ফিরে
গেলেও ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। পাকিস্তনের বিপক্ষে আজ
তিনি ১৭১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে বিপর্যয় কাটিয়ে ২৬২ রানে
থামে বাংলাদেশ।
১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে ৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। এরপরেই তৃতীয় দিনের খেলা
সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সূত্রঃসমকাল,জাগো নিউজ