ছবিঃ যমুনা টিভি |
ধীরগতিতে নামছে বন্যার পানি। এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ। উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা।
লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর পানি। তলিয়ে আছে ঘরবাড়ি-সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকা এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ডুবে রয়েছে ফসলের ক্ষেত-সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে, সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন।