চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ'র পদত্যাগের দাবিতে গত (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার আন্দোলন করে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ নামক একটি সংগঠন৷ তাদের সাথে যোগদান করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্যরা৷
ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করার সময় আন্দোলনকারীদের উপর হামলা করে এমডির সমর্থকরা৷ পাশাপাশি ওয়াসার নিরাপত্তাও বাড়িয়ে দেয় প্রশাসন৷ মূল ফটক ছাড়াও এমডির কার্যালয়ের ফটকেও ঝুলছে তালা৷ তালাবন্ধ অবস্থাতেই অফিস করছেন কর্মকর্তারা৷ বহিরাগতের প্রবেশ বন্ধের উদ্দেশ্যেই তালা দেয়া হয়েছে৷ আন্দোলন রুখতে ওয়াসার সামনে এমডি সমর্থকদের অবস্থানও লক্ষ্য করা গিয়েছে৷
ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা স্বাক্ষরিতে বিজ্ঞপ্তি অনুয়ায়ী, 'বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ' ব্যানারে কিছু ব্যাক্তি ওয়াসা ভবনে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে৷ যার কারণে দাপ্তরিক কার্যযক্রম বাধাগ্রস্ত ও কর্মপরিবেশ নষ্ট হচ্ছে৷
সূত্রঃ দৈনিক আজাদী, একুশে পত্রিকা