সাকিবের ক্যাচ মিস,বেঁচে গেলেন আকাশ দীপ। তাসকিনকে তুলে মারতে
গিয়ে বল উঁচুতে তুলে ফেলেছিলেন। স্কয়ার লেগে থাকা সাকিব পেছনে গিয়ে বল পর্যন্ত পৌঁছেছেনও।
কিন্তু বল তাঁর হাত ফসকে গেছে। আরেকটি উইকেট থেকে বঞ্চিত তাসকিন, সুযোগ নষ্ট বাংলাদেশেরও।
ভারতের রান ৭ উইকেটে ৩৫৪। অশ্বিন ১০৭ ও আকাশ দীপ ৯ রানে ব্যাট
করছেন।