ভারতের মুম্বাইয়ের প্রবল বর্ষণে ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। আন্ধেরির এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফাস্টপোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার জেরে পৌরসভা তিন সদস্যের কমিটি গঠন করেছে। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে সেই কমিটি।
ঘটনার পর পৌরসভার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্বামী। পুলিশ মামলা রুজু করেছে। তারপরই নড়েচড়ে বসে পৌরসভা কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গত বুধবার রাতে, আন্ধেরি পূর্ব এলাকার মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে ম্যানহোলে পড়ে যান ওই নারী। কিছুক্ষণ পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
/এআই