উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে আবারও বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। এ কারণে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত।
এর আগে হ্রদের পানি কমানোর জন্য ১ সেপ্টেম্বর থেকে জলকপাটগুলো দুই ফুট করে খোলা থাকলেও পানি বাড়ছিল। ফলে আজ সকাল সাড়ে ১০টা থেকে বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর আছে ১০৮ দশমিক ৭৪ এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।
সূত্র: প্রথম আলো।