নিউজডেস্কঃ
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো অমন গোলের ক্ষুধা কম ফুটবলারেরই আছে। আর এই গোলের ক্ষুধার কারণেই তার নামের পাশে এখন ৮৯৯ গোলের মাইলফলক। যেই সংখ্যাটা হয়তো খুব শীঘ্রই ৯০০ তে পা দেবে। তবে রোনাল্ডোর ক্ষুধাটা যে ৯০০ গোলের নয় বরং হাজার গোলের সেটা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।
সম্প্রতি নিজের খোলা ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ ও বন্ধু রিও ফার্ডিনান্ডকে নিয়ে খোলামেলা আলাপে ছিলেন রোনাল্ডো। যেখানে গোলের প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’
আর এই গোল নিয়ে কথা বলতে গিয়েই রোনাল্ডো খোঁচা দিয়ে বসেছেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলেকে। পেলে বিভিন্ন সময় তার ক্যারিয়ারের ১ হাজার ২৬৭টি গোলের কথা বলেছেন। যা নিয়ে অবশ্য বিতর্ক আছে। অনেকের মতে, অনুশীলন ম্যাচে করা গোলকেও হিসেবে ধরেছেন পেলে। যার জেরেই এবার তাকে খোঁচা দিয়ে বসেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনাল্ডো বলেন, ‘আমি যা গোল করেছি তার ভিডিও আছে। তাই আমি প্রমাণ করতে পারব এসব বাস্তব।’ রিও ফার্দিনান্দ এই পর্যায়ে হেসে বলেন, ‘তুমি ডি স্টেফেনোর কথা বলতে চাইছো। পেলে বা ইউসেবিওর কথা বলছো।’
জবাবে রোনাল্ডো বলেন, ‘আমি তাদের (পেলে, ডি স্টেফানো) সবাইকেই সম্মান করি। আমার গোলগুলো আসলেই গোল হয়েছে। তবে যদি তুমি (ফার্ডিনান্ড) আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারব। তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ই সেরা। এটা নিয়ে আমি ভাবি না।’