The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

একদিনে ফিলিস্তিনে শহীদ হলেন কমপক্ষে ৩৩ জন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৩জন শহীদ হয়েছেন  এবং ১৪৫ জন আহত হয়েছেন। 

ছবি: সংগৃহীত। 

গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪০,৯৭২ জন নিহত এবং ৯৪,৮৬১ জন আহত হয়েছে। ইসরায়েলে, ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় নিহতদের সংখ্যা কমপক্ষে ১,১৩৯ জন, যখন ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল।

অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের কিং হুসেন (অ্যালেনবি) সেতুতে হামলায় তিনজন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

আনুমানিক ৭৫০,০০০ জন ইসরায়েলি সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভে রাস্তায় নেমেছিল কারণ গাজায় বন্দিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার উপর ক্ষোভ ফুটে উঠেছে।

সূত্র: আল জাজিরা। 

নবীনতর পূর্বতন