The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

মধ্য বৈরুতে ইসরায়েলি হামলা আরও বৃদ্ধির লক্ষণ

কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে হামলা করল ইসরাইল যা কোন সীমারেখা মানছে না।


29শে সেপ্টেম্বর বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যাকারী ইসরায়েলি বিমান হামলার স্থানে ধ্বংসস্তূপের উপর মানুষ দাঁড়িয়ে আছে [আলি আলুশ/রয়টার্স] 


স্বাস্থ্য আধিকারিকদের মতে, লেবানন আরও একটি রক্তক্ষয়ী দিনের সাক্ষী হয়েছে কারণ অবিরাম ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ১০৫ জন নিহত এবং ৩৫৯ জন আহত হয়েছে।

রবিবার এবং সোমবার রাতভর লেবানন জুড়ে বিমান হামলার খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি আঘাত, বছরের মধ্যে প্রথমবারের মতো, যা সর্বাত্মক যুদ্ধের দিকে আরও সম্ভাব্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। 

সূত্র: আল জাজিরা। 
নবীনতর পূর্বতন