The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ভারতকে হারিয়ে সাফ শুরুর আশা বাংলাদেশের

 

ছবিঃবাফুফে


শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান যাচ্ছে বাংলাদেশ। থিম্পুর উদ্দেশে আজ সকাল ৯টা ১০ মিনিটে দেশ ছাড়ার কথা যুব ফুটবলারদের।

 

বয়সভিত্তিক এই সাফে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ভারত। ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার আগের দিন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু।

 

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি হওয়ায় জয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল। এই ভারতের কাছে হেরেই গতবার অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ; হয়েছিল শিরোপাবঞ্চিত। নাজমুল বললেন, ‘অনূর্ধ্ব-১৬ সাফে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকব। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আমাদের। প্রথম ম্যাচ জিতলে শেষ চারের পথে এগিয়ে যাব আমরা।’

 

সমুদ্র সমতল থেকে থিম্পুর উচ্চতা অনেক বেশি হওয়ায় স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব একটা সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তা ছাড়া, ভারতের সঙ্গে এক দিন বিরতি দিয়েই আবার মালদ্বীপের সঙ্গে ম্যাচ। গ্রুপের দুটি ম্যাচই খুব কম সময়ের মধ্যে হওয়ায় শারীরিক ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছেন কোচ সাইফুল বারী টিটু।

 

মোট ৭টি দল অংশ নিচ্ছে এবারের অনূর্ধ্ব-১৭ সাফে। অন্য চারটি দল হলোভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

নবীনতর পূর্বতন