The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর নিরাপত্তার সব অস্ত্র লুট হয়েছে: এসএসএফ

 গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই গণভবন, সংসদ ভবনসহ চারটি স্থাপনায় তার ও তার পরিবারের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সব অস্ত্র-সরঞ্জাম লুট হয়ে যায়। এসএসএফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। 

এসএসএফ জানায়, লুট হয় মোট ৩২টি অস্ত্র। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডের দাম প্রায় ২৩ লাখ টাকা। তবে সব মিলিয়ে সেদিন গণভবন ও সংসদ থেকে এসএসএফের লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল পাঁচ কোটি টাকা। 

এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের দিন গণভবনের প্রাচীর ও প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন অভ্যুত্থানকারী ছাত্র-জনতা। তখন প্রাণরক্ষার জন্য ঘটনাস্থল ত্যাগ করতে মাত্র ‘পাঁচ মিনিট’ সময় পেয়েছিলেন এসএসএফের সদস্যরা। ফলে কোনো অস্ত্র ও গুলি নিয়ে বের হতে পারেননি তারা। নিরাপত্তার জন্য সেগুলো ওই সব স্থাপনার ভল্টে রাখলেও ১০০ কেজি ওজনের তিনটি ভল্ট লুট করে দুর্বৃত্তরা।

থানাসহ অন্যান্য জায়গা থেকে লুট হওয়া অনেক অস্ত্র জমা দেওয়া হয়েছে

দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই লুটপাট অত্যন্ত ঝুকিপূর্ণ। লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজকে, কিন্তু এখনও এসএসএফ এর কোন অস্ত্র ফেরত আসেনি। এখন অস্ত্র উদ্ধারের জন্য অস্ত্র লুটকারীদের চিহ্নিত করে তালিকা তৈরী করে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী আগামী বুধবার হতে সম্মিলিতভাবে অস্ত্র উদ্ধারে নামছে। 

সূত্র: দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ। 

নবীনতর পূর্বতন