The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ


রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজের ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজে আসেন। তারা কলেজটিতে ঢুকে ভাঙচুর চালান। পরে সায়েন্সল্যাব মোড়ের দিকে উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।


ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।


নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।’

নবীনতর পূর্বতন