ছবিঃসংগৃহীত |
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা
সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ
মোতায়েন করা হয়েছে।
-মসজিদে নামাজ শুরু হওয়ার আগে
আওয়ামী লীগের সময়ে পুরাতন খতিব মসজিদের ভিতরে প্রবেশ করলে। বয়ান রত একজন খতিব কে
সরিয়ে নিজে বসলে সাধারণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে ধস্তাধস্তি মারামারি
ভাঙচুর শুরু হয় মসজিদের ভিতরে।
প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সঙ্গে
কথা বলে জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের সাবেক ইমাম রুহুল আমিনের নেতৃত্বে কিছু
মাদ্রাসার শিক্ষার্থী ও কয়েকজন ব্যক্তি বায়তুল মোকাররম মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর
মিম্বরের কাছাকাছি স্থানে অবস্থান করা মুসল্লি ও খাদেমদের ওপর হামলা চালান। এতে বেশ
কয়েকজন আহত হয়েছেন। এতে মসজিদ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন,
মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলার ঘটনা ন্যাক্কার জনক। সাবেক ইমাম যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান। যা
অত্যন্ত ঘৃণত কাজ।
ঘটনার বিষয় জানতে চাইলে মোল্লা
মো. খালিদ হোসেন বলেন, ছোট একটা ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা
কাজ করছি।