যুক্তরাষ্ট্রের কেন্টাকির লরেল কাউন্টির একটি গ্রামীণ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় গুলিতে আহত হয়েছেন পাঁচজন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, লরেল কাউন্টি শেরিফ অফিসের পাবলিক অ্যাফেয়ার্সের ডেপুটি গিলবার্ট অ্যাকিয়ারডো জানিয়েছেন, পাঁচজনের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে, তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সন্দেহভাজন শুটারকে খুঁজছে পুলিশ।
লরেল কাউন্টি শেরিফের অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন শহরের প্রায় নয় মাইল উত্তরে এই গোলাগুলি হয়। বন্দুকধারী অসংখ্য ব্যক্তিকে গুলি করেছে।
সন্দেহভাজনকে অস্ত্রধারী ও বিপজ্জনক বলে সতর্কবার্তা প্রচার করছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে তিন ঘণ্টা ধরে হাইওয়ে-র একটি অংশ বন্ধ রাখা হয়।
/এআই