The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী, পলাশীর মোড়ে অবস্থান


রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাথায় গুরতর আঘাত পেয়েছেন বুয়েটের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভবনটির নিচ দিয়ে যাওয়ার সময় আহত হন শিক্ষার্থী তাহসিফ মাহির।


পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এ ঘটনার পর রাতেই পলাশীর মোড়ে অবস্থান নেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবি জানান, তদন্ত করে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার। আর বিচার না হওয়া পর্যন্ত ভবনটি তালাবদ্ধ রাখারও কথা বলেন শিক্ষার্থীরা।


তারা জানান, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নির্মাণ কাজ চলায় এমন ঘটনা ঘটেছে। এর আগেও ওই বিল্ডিং থেকে লোহার রড পড়ে এক নারী পথচারী মারা গেছেন বলে জানান শিক্ষার্থীরা।

নবীনতর পূর্বতন