The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

বন্দকধারীদের হামলায় আফগানিস্তানে ১৬ শিয়া নিহত


আফগানিস্তানে দাইকুন্ডি প্রদেশে দায়েশ খোরাসানের সাথে জড়িত সশস্ত্র ব্যক্তিরা শিয়া হাজারা সম্প্রদায়ের একটি সমাবেশে হামলা চালিয়েছে। অজ্ঞাত বন্দুকধারীদের এ হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তালেবানের বরাত দিয়ে পাজওক আফগান নিউজ এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামলাকারীরা ইরাকের কারবালা থেকে ফেরত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে আসা পরিবারের ওপর নির্বিচারে গুলি চালায়। দায়কুন্দি ও ঘোর প্রদেশের সীমান্তবর্তী কারিয়ুদাল এলাকায় এ হামলা চালানো হয়। আফগানিস্তানের জাতিগত সংখ্যালঘু শিয়ারা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।


নৃশংস হামলার জন্য পরিচিত একটি কুখ্যাত গোষ্ঠী ‘দায়েশ খোরাসান’ এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে, ২০২১ সালে ক্ষমতা নেয়ার পর থেকে, দায়েশ খোরাসানকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে বলে দাবি তালেবান সরকারের। তবে, তা সত্ত্বেও এই গোষ্ঠীটি মসজিদ ও তালেবান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার পূর্বের ইতিহাস রয়েছে। 


/এআই

নবীনতর পূর্বতন