আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্টাকির কোর্টহাউসে এক বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শেরিফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। একাধিক গুলিতে ঘটনাস্থলে-ই মৃত্যু হয় তার। অভিযুক্ত শেরিফের নাম শন স্টিনেস (৪৩) বলে জানিয়েছে কেন্টাকি রাজ্য পুলিশ।
বিচারক কেভিন মুলিনসের সঙ্গে আদালতের মধ্যেই, স্থানীয় সময় বৃহস্পতিবার, কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে, এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ।
/এআই