The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

সর্বাধিক পঠিত

ধ্বংস করতে আনা মদের বোতল নিয়ে কাড়াকাড়ি ভারতে

গত মঙ্গলবার পুলিশ সদস্যদের উপস্থিতিতে জব্দ করা মদের বোতল ধ্বংস করার জন্য মাটিতে সারি সারি করে রাখা হয়েছিল ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী আমরাবতী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের গুন্টুর এলাকায়। কিছুক্ষণের মধ্যে বুলডোজার দিয়ে ধ্বংস করার কথা ছিল শত শত মদের বোতল। কিন্তু আচমকাই সেখানে হাজির হন কয়েক ডজন মানুষ। তারা একের পর এক মদের বোতল নিয়ে দৌঁড়ে পালিয়ে যান। 

পুলিশের সামনে থেকেই ধ্বংস করে আনা মদের বোতল লুট 


এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে মদের বোতল ফেরত নেয়। এতে অনেকের সাথে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডাও হয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় কিছু লোক পুলিশের সামনে থেকে মদের বোতল নিয়ে যাচ্ছে। কেউ কেউ আবার বোতল ফেরতও দিচ্ছে। 


সূত্র: সময়ের কণ্ঠস্বর। 

নবীনতর পূর্বতন