কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্যমতে, বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই একটি ‘সুরক্ষিত বাঙ্কারে’ কাজ করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ছবি: সংগৃহীত। |
সংবাদ সংস্থা আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো নেতানিয়াহুকে বিভিন্ন স্থানে গিয়ে সভা না করার পরামর্শ দিয়েছে, নিরাপত্তার কারণে।
রোববার (১০ নভেম্বর) রাতে আল-মায়াদিন এক প্রতিবেদনে এ খবরটি জানায়। ইসরাইলি মিডিয়াগুলো জানায় যে, হিজবুল্লাহ গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর কিসারিয়ায় অবস্থিত বসতবাড়িতে একটি ড্রোন হামলা চালায়।
ইসরাইলের চ্যানেল ১১-এর প্রতিবেদন অনুসারে, ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয় এবং প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নেতানিয়াহুর বাসভবনে পৌঁছে যায়। ওই ড্রোনের বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছিল।
ইসরাইলি চ্যানেল ১২-এর একটি সূত্র জানায়, বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না। ওই হামলার প্রায় এক সপ্তাহ পর ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় কিসারিয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রায় ৫,২৮,০০০ ডলার বাজেটের অনুমোদনের আবেদন করেছে।
সূত্র: যুগান্তর।