The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

পাঠকপ্রিয়তা পাচ্ছে 'সাহিত্যনামা'

স্পেশাল করেসপন্ডেন্ট



সাহিত্যনামা (Sahityonama) মুক্ত সাহিত্যচর্চার একটি প্লাটফর্ম। 'সাহিত্যে হোক জীবনের কথা' স্লোগানে ২০২০ সালে এটির যাত্রা শুরু হয়। দর্শন, মানব রহস্য, জীবনবোধ কিংবা অবসরের মাত্রাহীন কল্পনা-সবকিছু মিলিয়েই মানব মনের সৃষ্টিশীলতা প্রকাশ পায় সাহিত্যের মাধ্যমে। সাহিত্য মানুষের অন্তর্নিহিত চেতনা আর বোধের বহিঃপ্রকাশ ঘটায়। আর সেই সাহিত্যচর্চার একটি প্লাটফর্মই এই 'সাহিত্যনামা'। যাত্রার ৪ বছরে এসে বেশ সাড়া ফেলেছে মাধ্যমটি। ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যমতে, 'সাহিত্যনামা'র ওয়েবসাইট ভিজিট হয়েছে নোট ১২ হাজার বারের চেয়েও বেশি। এছাড়া, ফেসবুক পেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ভার্সনের মাধ্যমেও পৌঁছে গিয়েছে আরও অনেক মানুষের কাছে।

সাহিত্য জীবনের দর্পন। বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা মানবজীবনের এই সকল দিকই সভ্যতা এবং জ্ঞানের ক্রমবিকাশে সমান গুরুত্বপূর্ণ। সাহিত্য ছাড়া জীবনের নান্দনিকতা, চিন্তাশীলতা বিকাশ এবং নৈতিক উন্নতি অসম্ভব। যে ভাষারই হোক না কেনো সাহিত্যের একটি সার্বজনীন দিক রয়েছে। সাহিত্য কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা ধর্মের মানুষের জন্যে নয়, সাহিত্য সমগ্র বিশ্বের। সমগ্র মানুষের। জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিকতা এবং জীবনবোধের জাগরণ ঘটাতে সাহিত্যের যে প্রয়োজনীয়তা তা অস্বীকার করবার কোনো উপায় নেই। রুমী, হাফিজ, শেক্সপিয়ার, টলস্টয়, রবীন্দ্রনাথ, মধুসূদন, নজরুল, জীবনানন্দ, ইকবাল, সুকান্ত প্রত্যেকেই যেন মহাজাগতিক একেকটি উজ্জ্বল তারকা। সেসকল তারকার ঔজ্বল্য আজ যারা ধারণ করছেন তাদের জন্য একটি মুক্ত মাধ্যম হিসেবে কাজ করাই 'সাহিত্যনামা'র লক্ষ্য। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই একটি সাহিত্য পত্রিকা এবং ম্যাগাজিন হিসেবে কাজ করে যাচ্ছে সাহিত্যনামা। 

সাহিত্যনামার বর্তমান পরিচালনা পর্ষদ

প্রকাশক এবং নিয়মিত লেখক (Publisher and Writer): আব্দুল্লাহ আল মামুন
(শিক্ষার্থী, আইন বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়)
সম্পাদক: ওমর নাসিমি
উপদেষ্টা: এম. আর. সুমন 
(লেখক, কৃষিবিদ, সরকারি ব্যাংক কর্মকর্তা)
সহযোগী সম্পাদক এবং নিয়মিত লেখক: মো. রিদওয়ান আল হাসান
(শিক্ষার্থী, গগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
নবীনতর পূর্বতন