দি অ্যাম্ব্যাসাডর নিউজঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ডিপ্লোমাধারীদের জন্য চাকরির ক্ষেত্রে কোটা ও বিশেষ সুবিধার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, প্রকৌশল শিক্ষা ও পেশায় সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত।
ছবিঃসংগৃহীত
গত ২২ মার্চ রাতে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রকৌশল পেশায় মেধার ভিত্তিতে মূল্যায়ন না করে ডিপ্লোমাধারীদের জন্য কোটা ও বিশেষ সুবিধা প্রদান প্রকৌশল শিক্ষার মান ও গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা উল্লেখ করেন, ডিপ্লোমা একটি কারিগরি শিক্ষা যা মূলত টেকনিশিয়ান হিসেবে দক্ষতা অর্জনের জন্য তৈরি করা হয়েছে।
এছাড়া বিবৃতিতে শিক্ষার্থীরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবিও তুলে ধরেছেন। এগুলো হলোঃ নবম গ্রেডের ‘সহকারী প্রকৌশলী’ পদে শুধুমাত্র বি.এসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে এবং এই পদে ডিপ্লোমাধারীদের জন্য ৩৩% পদোন্নতি কোটা বাতিল করতে হবে, দশম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে ১০০% ডিপ্লোমা কোটা বাতিল করে এটি বিএসসি ও ডিপ্লোমাধারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে ডিপ্লোমাধারীরা ১০-২০ বছর অভিজ্ঞতা অর্জনের পর টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পেতে পারেন এবং আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, ডিপ্লোমাধারীরা নামের সাথে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি ব্যবহার করতে পারবেন না।