The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

মেসি খেলা দেখেছেন, এটাই গর্ব জোকোভিচের

দি অ্যাম্ব্যাসাডর নিউজঃ

নোভাক জোকোভিচ নিজেও তো আর কম বড় তারকা নন। টেনিস ইতিহাসে তাঁর চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতেননি অন্য কেউ। তাঁর খেলা দেখতে গ্যালারিতে হাজির হন হাজারো মানুষ। দুনিয়াজুড়ে এই টেনিস তারকার খ্যাতি। এত বছরের ক্যারিয়ারে বহু দর্শকই তাঁর খেলা দেখেছেন। কিন্তু মায়ামি ওপেনে তাঁর খেলা দেখেছেন এমন একজন, যা কিনা ‘দারুণ গর্বেরই’ বিষয় হয়ে গেছে জোকোভিচের জন্য।

তা কে এই দর্শক? অনুমান করাটা খুব কঠিন নয়। মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়েছেন জোকোভিচ, এই ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ছবিঃ সংগৃহীত


আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই মহাতারকা খেলা দেখেছেন—ওই অনুভূতি জানিয়ে জোকোভিচ পরে বলেছেন, ‘মেসিকে (গ্যালারিতে) পাওয়াটা অসাধারণ বিষয়। তাঁর সামনে সম্ভবত প্রথমবার সরাসরি খেলতে পারাটা দারুণ গর্বের। আমি কৃতজ্ঞ সে ও তার ছেলেরা এখানে এসেছে। বাকি দুনিয়ার মতো আমিও তার ক্যারিয়ার এবং যেভাবে সে এখনো চালিয়ে যাচ্ছে, সে জন্য প্রশংসা করি।'

খবরঃপ্রথম আলো

নবীনতর পূর্বতন