The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২০

দি অ্যাম্ব্যাসাডর নিউজঃ

ঈদ-উল-ফিতরের দিনেও গাজা উপত্যকা রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে। রবিবারের (৩০ মার্চ) হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ছবিঃ সংগৃহীত

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় সকালে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান থেকে গুলি চালায়। আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে বলেন, “এই মুহূর্তে আমি ইসরায়েলি বিমান থেকে গুলির শব্দ শুনতে পাচ্ছি। পূর্বাঞ্চলে অবিরত গোলাবর্ষণ চলছে।

মাত্র ৩০ মিনিট আগে আল-মাওয়াসি এলাকার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ চারজন নিহত হন। হামলায় একটি পুরো ফিলিস্তিনি পরিবার প্রাণ হারিয়েছেঅথচ ওই এলাকাকে “মানবিক নিরাপদ অঞ্চল” হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

ঈদের আনন্দের বদলে ফিলিস্তিনিদের জন্য এদিন হয়ে উঠেছে বেদনার প্রতীক। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছেযেখানে নিরাপদ আশ্রয়ের সন্ধান করাও দুঃসাধ্য।

নবীনতর পূর্বতন