দি অ্যাম্ব্যাসাডর নিউজ
নববর্ষের নতুন ভোরে বাংলা সাহিত্যচর্চার এক উজ্জ্বল বাতিঘর “সাহিত্যনামা” আজ প্রকাশ করলো তাদের দ্বিতীয় মুদ্রিত সংখ্যা। “সাহিত্যে হোক জীবনের কথা”—এই স্লোগানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাহিত্যপত্রিকাটি এবার পাঠকের হাতে পৌঁছেছে পহেলা বৈশাখ ১৪৩২-এ, যা এই সংখ্যার গুরুত্বকে করে তুলেছে আরও তাৎপর্যপূর্ণ।
এ সংখ্যায় স্থান পেয়েছে ১১ জন লেখকের ১২টি মননশীল রচনা—গল্প, কবিতা ও প্রবন্ধের এক সমৃদ্ধ সমাহার। ভাষার ঋজুতা আর চিন্তার গভীরতা নিয়ে এগিয়ে যাওয়া এই সংখ্যাটি পাঠককে দেবে নতুন ভাবনা ও সৌন্দর্য উপলব্ধির দ্বার।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সংখ্যার শেষাংশে অন্তর্ভুক্ত হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে একটি সচেতন ও মানবিক প্রতিক্রিয়া, যা কেবল সাহিত্য নয়, সময়ের কাছে একটি বিবেকবান অবস্থানও তুলে ধরে।
২০১৯-২০ সালে অনলাইনে শুরু হওয়া সাহিত্যনামা ২০২৪ সালের জুনে প্রথমবার মুদ্রিত হয়। আজ প্রকাশিত দ্বিতীয় সংখ্যাটি সেই পথচলার একটি পূর্ণাঙ্গ, পরিণত ও প্রতিশ্রুতিশীল ধাপ।
সম্পাদক ওমর নাসিমি, সহযোগী সম্পাদক মো. রিদওয়ান আল হাসান, প্রকাশক আব্দুল্লাহ আল মামুন এবং উপদেষ্টা এম. আর. সুমনের দিকনির্দেশনায় নিয়মিত অনলাইনে লেখা প্রকাশ করে ইতোমধ্যেই পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে সাহিত্যনামা। দ্বিতীয় মুদ্রিত সংখ্যার অপেক্ষাতেও ছিলেন অনেক পাঠক। দ্বিতীয় মুদ্রিত সংখ্যায় স্থান পেয়েছে ফাইয়াজ মুহম্মদ কৌশিক, লতিফুর বারী নিলয়সহ প্রমুখ লেখকের মননশীল প্রবন্ধ এবং কবিতা।
মুদ্রিত সংখ্যা সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন:
📞 ০১৯৭৩২৯৬৫২৭ (WhatsApp)
📧 sahityonamaonline@gmail.com